thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজ কিছুটা ভালো : মোমেন

২০২২ মার্চ ০৭ ১৭:৫৭:০৬
মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজ কিছুটা ভালো : মোমেন

দ্য রিপোর্ট ডেস্ক: রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা ‘কিছুটা ভালো’ বলে জানিয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তার ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আজ সোমবার (৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় শোয়া মুহিতের পাশে দাঁড়ানো তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশে বিদেশে সকলের কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।’

এদিকে গতকাল রবিবার হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী মুহিতকে দেখতে গিয়েছিলেন তার দুই ঘনিষ্টজন। তারা গণমাধ্যমকে জানান, মুহিত তাদের সঙ্গে কথা বলেছেন। শক্ত খাবার খেতে পারছেন না।

এদের একজন বলেন, ‘চিকিৎসক আবদুল মুহিতের সিটিস্ক্যান করতে দিয়েছিলেন। আজ তার রিপোর্ট এসেছে। এতে খারাপ কিছু পাওয়া যায়নি।'

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১১টায় আবুল মাল আবদুল মুহিতকে বনানীর বাসা থেকে ঢাকার গ্রীন রোড এলাকার ‘গ্রীন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (মুহিত) এমনিতে ভালো আছেন। তার কোনো বড় অসুখ নাই। আগে যেসব অসুখ ছিল তার কোনোটাই নাই। ডায়াবেটিস, ব্লাড প্রেসার এগুলো কিছুই নাই। তবে তিনি অত্যন্ত দুর্বল। কারণ তার খাওয়ার কোনো রুচি নেই।’

মোমেন বলেন, ‘তিনি (মুহিত) অনেক দিন ধরে খাওয়া-দাওয়া করেন না। এর ফলে তার ওজন হঠাৎ কমে গেছে। সে জন্য আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, তাঁকে খাওয়াতে হবে। তাই আমরা হাসপাতালে নিয়েছি।’

আবুল মাল আবদুল মুহিতের বয়স বর্তমানে ৮৮ বছর। মুহিত এর আগে গত বছরে করোনায় আক্রান্ত হন। গত বছরের ২৯ জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। তখন থেকে তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর