thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

নারী দিবসে শিল্পী সমিতির অফিসে নিপুণের আয়োজন

২০২২ মার্চ ০৯ ০৭:৫৮:২৬
নারী দিবসে শিল্পী সমিতির অফিসে নিপুণের আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ নারী দিবস। এই দিন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এক বিশেষ আয়োজন করেন অভিনেত্রী নিপুণ আক্তার। সেখানে নিপুণ ছাড়াও উপস্থিতি ছিলেন অভিনেত্রী অঞ্জনা, নিপুণ আক্তার, সাইমন সাদিক, শাহনূরসহ সমিতির একাধিক সদস্য।

অঞ্জনা বলেন, ‘আমাকে নিপুণ ফোন দিয়ে দাওয়াত দিয়েছিল। আমি সমিতিতে গিয়ে অভিভূত হয়েছি। অনেক সিনিয়র শিল্পীও ছিলেন। সবাইকে নিপুণ দুপুরে খাইয়েছে, উপহার দিয়েছে। আসলে আমরা চাই শিল্পীরা একতাবদ্ধ হয়ে থাকুক। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসুক। ভেদাভেদ কখনো কাম্য নয়। ’

সাইমন সাদিক বলেন, ‘নিপুণ আপা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন। আগে থেকে আমরা প্রস্তুত ছিলাম না। দুপুরটা বেশ উৎসবমুখরভাবে কাটল। আজ শিল্পীরা যেমন হাসিমুখে ছিলেন আমরা চাই প্রতিটি দিনই যেন তাঁদের এমন কাটে। ’

উল্লেখ্য, আজ সন্ধ্যায় শিল্পী সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাকরাইল অফিসে বৈঠকে বসবেন নিপুণ ও তাঁর প্যানেলের সদস্যরা। রাতে নতুন কোনো ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সাইমন সাদিক।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর