thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঢাকায় সানি লিওন

২০২২ মার্চ ১২ ১৯:০১:৪২
ঢাকায় সানি লিওন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকায় পৌঁছেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। শনিবার (১২ মার্চ) বিকেল ৫টায় বিমানবন্দরে তোলা ছবি পোস্ট করে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই সফরে তার সঙ্গী হয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবর। বর্তমানে তারা রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে অবস্থান করছেন।

একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতেই ঢাকায় এসেছেন সানি লিওন।

এর আগে তাপসের টিএম রেকর্ডস থেকে প্রকাশিত কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের মডেল হন সানি লিওন। মিউজিক ভিডিওটি প্রকাশের পর সানির নাচ দেখতে হুমড়ি খেয়ে পড়েন নেটজনতা।

বাংলাদেশে এসে বেশ উচ্ছ্বসিত সানি লিওন। খোশ মেজাজে আছেন তিনি। নায়িকার পোস্ট করা ছবিতে সেটি স্পষ্ট। ক্যাপশনেও নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে লিখেছেন, 'ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত।'

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর