thereport24.com
ঢাকা, শনিবার, ২ আগস্ট 25, ১৮ শ্রাবণ ১৪৩২,  ৭ সফর 1447

তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার জিতলেন জয়া

২০২২ মার্চ ১৮ ১০:১০:২৫
তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার জিতলেন জয়া

দ্য রিপোর্ট ডেস্ক: তৃতীয়বারের মতো ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উঠল বাংলাদেশের জয়া আহসানের হাতে। ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া আহসান দুটি মনোনয়ন পেয়েছিলেন। একটি কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রীর, অন্যটি সেরা অভিনেত্রী (ক্রিটিক) বিভাগে।


এর মধ্যে কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। ফিল্মফেয়ার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

ফিল্মফেয়ারে আরও তিন বাংলাদেশি মনোনয়ন পেয়েছিলেন। তারা হলেন অভিনেতা মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। তবে তারা কেউ পুরস্কার পাননি।

২০২০-২১ মেয়াদে কলকাতায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সেগুলো থেকে ২৬টি বিভাগে এই পুরস্কার দেয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর