thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রকেট হামলায় নিহত ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা

২০২২ মার্চ ১৮ ১৪:৩৭:৩৮
রকেট হামলায় নিহত ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজ বাড়িতে রকেট হামলায় দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে ইউক্রেনীয় এ অভিনয়শিল্পী মারা যান।

সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।

ইউক্রেনীয় প্রশাসনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে দেশের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে পুতিনের সেনারা।

এর আগেও রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ইউক্রেনের সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর