thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

ভক্তের হাতে নিজের নাম, দেখে যা বললেন সানি

২০২২ মার্চ ১৯ ১৫:৪১:২৬
ভক্তের হাতে নিজের নাম, দেখে যা বললেন সানি

দ্য রিপোর্ট ডেস্ক: যেখানেই সানি লিওন, সেখানেই ভক্তদের উত্তাল স্রোত। সেই সব ভক্তদের রয়েছে নানা রকমের পাগলামি। সম্প্রতি এমনই এক ভক্তের দেখা মিলল সানির।

শুক্রবার সেই ভক্তের ভিডিও আপলোড করেছেন সানি নিজেই। ভক্তের হাতে নিজের নামের ট্যাটু দেখে উচ্ছ্বসিত সানি লিওনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে তিনি ক্যাপশনে লেখেন। হাতে তার নাম লেখার কারণে যদি ভক্তটি আর বউ খুঁজে না পান!

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কিছুদিন আগে তেলেগু সিনেমা ‘রেণুকাজ ওয়েডিং’ এর শুটিং করতে তিরুপতি গিয়েছিলেন সানি। সেখানেই এ ভক্তের দেখা মেলে সানির।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঝটিকা এক সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। প্রায় ১৯ ঘন্টার সফর শেষে তিনি ভারতে চলে যান। বর্তমানে তার মালায়লাম ডেবিউ ছবি ‘রঙ্গিলা’র শুটে ব্যস্ত হয়েছেন। যে ছবির পরিচালনা করছেন সন্তোষ নায়ার। এছাড়াও তামিল ছবি ‘ভীরমাদেবী’ সিনেমায় মুখ্য চরিত্রেও অভিনয় করছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর