thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

দ্য কাশ্মীর ফাইলস : ৮ দিনেই আয় ১১৬ কোটি

২০২২ মার্চ ২০ ১৮:৪৪:০২
দ্য কাশ্মীর ফাইলস : ৮ দিনেই আয় ১১৬ কোটি

দ্য রিপোর্ট ডেস্ক: মুক্তির আগে হয়তো নির্মাতারা ভাবতেই পারেননি এতটা সফল হবে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর থেকেই ব্যবসা সফল সিনেমাটি। ১১ মার্চ মুক্তি পেয়ে আট দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে। মুক্তির এক সপ্তাহ পেরিয়েও এর দর্শক কমছে না।

শুধু অষ্টম দিনেই সিনেমাটির আয় ১৯.১৫ কোটি রুপি। হিন্দি সিনেমার ইতিহাসে মুক্তির দ্বিতীয় শুক্রবারে ‘দ্য কাশ্মীর ফাইলস’র সংগ্রহ দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকায় শীর্ষে রয়েছে ‘বাহুবলী টু’। যা মুক্তির আটতম দিনে আয় করেছিল ১৯.৭৫ কোটি রুপি। আমির খানের ‘দঙ্গল’ ১৮.৫৯ কোটি রুপি আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এদিকে সব হিসেব মিলিয়ে বক্স অফিস থেকে ইতিমধ্যেই ১১৬.৪৫ কোটি রুপি ঘরে তুলেছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সাফল্যের আরও অনেক রেকর্ড গড়বে।

হিন্দি ভাষায় এ সিনেমার অভাবনীয় সাফল্যের পর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, আরও ৪টি ভাষায় মুক্তি দেওয়া হবে ‘দ্য কাশ্মীর ফাইলস’। তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় দেখা যাবে ছবিটি।

বিবেক অগ্নিহোত্রী রচিত এবং পরিচালিত সিনেমাটি কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। এতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর