thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ভবিষ্যতে দেবপ্রিয়র মতো লোকদের ডাকবেন না : ইসিকে ফরাস উদ্দিন

২০২২ মার্চ ২৩ ১১:০০:২৭
ভবিষ্যতে দেবপ্রিয়র মতো লোকদের ডাকবেন না : ইসিকে ফরাস উদ্দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীত ফেলো ‘ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোক’দের ভবিষ্যতে আর সংলাপে না ডাকতে নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপে নিজের বক্তব্যে ফরাস উদ্দিন এ পরামর্শ দেন।

ড. দেবপ্রিয় নিজের বক্তব্য দেওয়ার পর অন্যদের বক্তব্য না শুনে সংলাপ অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ায় তার সমালোচনা করেন সাবেক গভর্নর ফরাস উদ্দিন।

ফরাস উদ্দিন বলেন, ‘দেবপ্রিয়র বদঅভ্যাস হয়ে গেছে। তিনি নিজের বক্তব্য দেওয়ার পর আর থাকেন না। ভবিষ্যতে এই ধরনের লোকদের আর আমন্ত্রণ না জানানোই ভালো।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। ১৩ মার্চ ৩০ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি। যদিও ইসির আমন্ত্রণে সাড়া দিয়ে ওইদিন উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন। মঙ্গলবার (২২ মার্চ) বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে বসে কমিশন। সংলাপে মতামত দেওয়ার জন্য ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নেন মাত্র ১৯ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর