thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

২০২২ মার্চ ২৫ ১৪:১৪:১৮
পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

দ্য রিপোর্ট প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। প্রায় ৬ যানবাহন ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের সকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, আজ শুক্রবার সকাল থেকে চাপ বেড়েছে। প্রায় ৬ শতাধিক যানবাহন ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে । বৃহস্পতিবার রাত থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে পাটুরিয়া ঘাট এলাকায়। এতে করে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকে থাকা যানবাহনের মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক ছোট গাড়ি এবং ৭০-৮০ টি বড় বাস রয়েছে।

তিনি বলেন, সাধারণ দিনগুলোতে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে ৪ হাজার যানবাহন পারাপার হলেও সাপ্তাহিক ছুটির দিনে এর সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।

মহিউদ্দিন রাসেল বলেন, এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি আছে। এর মধ্যে ১৯টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে পারাপারের ক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলায় জরুরি পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর