thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ফুল দেওয়াকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

২০২২ মার্চ ২৬ ১৮:২৩:১৭
ফুল দেওয়াকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাধীনতা দিবসে শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৬ মার্চ) সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন এবং সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসন শনিবার সকালে শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শুরু করে। এর একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে শ্রদ্ধা জানাতে আসেন সদস্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর সোহেল আহমেদ চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে দুইবার ফুল দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ান দুইপক্ষের নেতাকর্মীরা।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে হট্টগোল হয়। আমি ও আমার ফোর্স মিলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর