thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

২০২২ মার্চ ২৯ ১২:২১:৩৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এ ছাড়া ভাবলা এলাকার ৩ নম্বর ব্রিজের ওপর একটি বালু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি এবং বিকল হওয়া ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়ে যাবে বলে আশা করছি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর