thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ক্ষমা চাইলেন উইল স্মিথ

২০২২ মার্চ ২৯ ১২:২৩:৪৬
ক্ষমা চাইলেন উইল স্মিথ

দ্য রিপোর্ট ডেস্ক: অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে কৌতুক সহ্য করতে পারেনি জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথ। তাই সপাটে চড় বসালেন কৌতুককারী উপস্থাপকের গালে।

স্থানীয় সময় রোববার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মঞ্চে দেখা যায় এই ঘটনা। তবে পরে অনাকাঙ্খিত এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন উইল স্মিথ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বছর সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন উইল স্মিথ। আর এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কৌতুক অভিনেতা ক্রিস রক।

রোববার অস্কার অনুষ্ঠানে উইল স্মিথের স্ত্রীর উপস্থিতি নিয়ে ঠাট্টা করেন সঞ্চালক ক্রিস রক। এর জেরে মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে চড় বসিয়ে দেন উইল স্মিথ।

প্রথম দর্শনে পুরো ঘটনাটিকে ‘স্ক্রিপ্টেড’ বা আগে থেকে ঠিক করে রাখা কৌতুকের অংশ বলে মনে হলেও পরে বোঝা যায়—পরিস্থিতি গুরুতর।

কেননা চড় মারার পর উইল স্মিথ চিৎকার করে ক্রিস রককে বলেন, ‘আমার স্ত্রীর নাম তোমার ওই বাজে মুখে আনবে না।’

এবারে‘কিং রিচার্ড’ চলচ্চিত্রের জন্য ৯৪তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর