thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৮

২০২২ মার্চ ৩০ ০৯:৩৫:৪০
রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৮

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

ফায়ারসার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধীন লিলি কেমিক্যাল কোম্পানির টিনসেড কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সোনারগাঁ জোনের উপ-সহকারি পরিচালক তানহার উল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া বারোটায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরো জানান, কারখানাটি টিনসেড ঘরের। প্রবল ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা ৮ শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর