thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ঝিনাই নদী থেকে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

২০২২ মার্চ ৩১ ১৫:০৬:৪১
ঝিনাই নদী থেকে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদী থেকে এক ব্যক্তি ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের জালেক মণ্ডলের ছেলে সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৩৫) ও তার মেয়ে জান্নাত (৫)।

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, আজিজের সঙ্গে তার ভাই মো. আজাহারের জমি নিয়ে বিরোধ চলছিল। এক মাস আগে দেশে ফেরা আজিজের আবার সৌদিতে যাওবার কথা ছিল আগামী শুক্রবার। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আজিজের পরিবারের ওপর হামলা করা হয়। এরপর থেকে মেয়েসহ নিখোঁজ ছিলেন আজিজ। এ ঘটনায় আজিজের তার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে আজাহার পলাতক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আজিজের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর