thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২০ মে 25, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২,  ২২ জিলকদ  1446

দক্ষিণ কোরিয়ার মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

২০২২ এপ্রিল ০১ ২২:০৬:৫০
দক্ষিণ কোরিয়ার মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বিমানের চার পাইলট নিহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর বরাতে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, কেটি-১ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের পর্বতে বিধ্বস্ত হয়।
দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার তাদের দুটি বিমানের মধ্যে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বিমান দুটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা সত্ত্বেও দুই শিক্ষানবিশ পাইলট এবং দুজন ফ্লাইট উপদেশক (ইন্সট্রাক্টর) নিহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

১৩০ সেনা, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর