thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

এ মাসেই বিয়ে করছেন রণবীর-আলিয়া

২০২২ এপ্রিল ০৩ ১১:০৫:০১
এ মাসেই বিয়ে করছেন রণবীর-আলিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: শত জল্পনার অবসান হতে যাচ্ছে। চলতি মাস এপ্রিলেই বিয়ে করতে চলেছেন বলিউডের বহুল আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এপ্রিলের তৃতীয় সপ্তাহে গাঁটছড়া বাঁধতে পারেন তারা।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, রণবীর-আলিয়া অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর তারা বিয়ে করবেন। তবে সদ্য প্রকাশ্যে আসা খবরে জানা গেল, অতো বিলম্ব নয়; চলতি মাসেই শুভ কাজটা সেরে নেবেন রালিয়া।

ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য শাদি স্কোয়াড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভাড়া করা হয়েছে।

অন্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং নয়, রণবীর-আলিয়া মুম্বাইতেই মালাবদল করবেন। এক্ষেত্রে বিয়ের স্থান হবে বিখ্যাত ‘আরকে’ হাউজ তথা রণবীরদের বাড়ি। যেখানে ১৯৮০ সালে বিয়ে করেছিলেন রণবীরের বাবা-মা অর্থাৎ ঋষি কাপুর ও নীতু কাপুর।

বিয়েতে কাপুর ও ভাট দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। আর থাকবেন বলিউডের কয়েকজন তারকা। সবমিলিয়ে অতিথির সংখ্যা ৪৫০ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর