thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

পাপারাজ্জির পায়ের ওপর উঠে গেল কারিনার গাড়ি

২০২২ এপ্রিল ০৫ ১৬:১০:৪৯
পাপারাজ্জির পায়ের ওপর উঠে গেল কারিনার গাড়ি

দ্য রিপোর্ট ডেস্ক: সোমবার দুর্ঘটনায় আহত মালাইকাকে দেখতে তার বাড়ি গিয়েছিলেন কারিনা। মালাইকার বাড়ি থেকে ফেরার পথে ঘটেছে আরেক অঘটন। কারিনার ছবি তুলতে গিয়ে হুড়োহুড়ি করে দুর্ঘটনার কবলে পরেন এক পাপারাজ্জি। কারিনার গাড়ির চাকা উঠে যায় তার পায়ের ওপর।

সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে মালাইকার বাড়ি থেকে বের হচ্ছেন কারিনা। তার চোখে সানগ্লাস। তাকে ঘিরে ছিলেন পাপারাজ্জিরা। আচমকাই একজন আর্তনাদ করে ওঠেন, ‘আমার পা।’ এরপরেই কারিনা ঘাবড়ে গিয়ে বলে ওঠেন, ‘সামলে চলুন ভাই।’ এরপর ড্রাইভারকে চিৎকার করে বলেন ‘পেছনে যাও।’

পরে গাড়িতে ওঠার আগে কারিনা পাপারাজ্জিদের বলেন, ‘আপনারা এমন দৌড়াদৌড়ি করবেন না প্লিজ। কেন দৌড়াচ্ছেন?’ আহত পাপারাজ্জি ঠিক আছেন কিনা সেই খোঁজও নেন অভিনেত্রী।

ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগই বলছেন, ‘সেলেব্রিটিদের ছবি তুলতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না’। আবার অনেকেই বলছেন, ‘আহত পাপারাজ্জির প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল কারিনার।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর