thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

সাংবাদিকের সঙ্গে নতুন ইসির বৈঠক আজ

২০২২ এপ্রিল ০৬ ০৯:১৫:৩৭
সাংবাদিকের সঙ্গে নতুন ইসির বৈঠক আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংবাদমাধ্যমের ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে আজ (বুধবার, ৬ এপ্রিল) সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এই সংলাপ করছে ইসি। সেই ধারাবাহিকতায় সংলাপের অংশ হিসেবে নতুন কমিশনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংলাপে আসা সুপারিশগুলো পর্যালোচনা করে নিজেদের কর্মপন্থা ঠিক করবে ইসি। এরপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।

৩৪ জনের তালিকা তৈরি করে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এ বৈঠকে নেতৃত্ব দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে বৈঠক করে ইসি। এসব বৈঠকে আমন্ত্রিতদের বেশিরভাগ অংশগ্রহন করেননি। ধাপে ধাপে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর