thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় শিশুসহ নিহত ২

২০২২ এপ্রিল ০৯ ১৩:০১:২৯
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় শিশুসহ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের ইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

আজ শনিবার বেলা ১১টার দিকে ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এখনো হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘ঘটনা কী হয়েছিল সেটা পুরোপুরি জানতে পারিনি। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চারজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, আরেকজন শিশু। আমরা ধারণা করছি তারা বাবা-ছেলে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এসআই জানান, কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর