thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

২০২২ এপ্রিল ১১ ১০:১৬:৩১
ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে হামলার দেড় মাস পর যুদ্ধের কৌশল বদলাচ্ছে রাশিয়া। এরই অংশ হিসেবে ইউক্রেনে অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনতে নতুন যুদ্ধ কমান্ডার নিয়োগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (১০ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইম ডট কম।

সূত্র জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক এলাকার কমান্ডার, জেনারেল আলেক্সান্ডার ভরনিকভকে ইউক্রেনে অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়া এবং অন্যান্য যুদ্ধ মঞ্চে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বর্বরতার রেকর্ড রয়েছে ৬০ বছর বয়সি এ জেনারেলের।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রথম দিকে ইউক্রেনের রাজধানীর আশেপাশের এলাকাসহ বেশ কিছু অঞ্চল দখল করে রুশ বাহিনী। পরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, পাল্টা হামলায় রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা নিহত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর