thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রিজার্ভ চুরি ধামাচাপা দিতে দায়সারা মামলা : ফখরুল

২০২২ এপ্রিল ১৬ ১৯:৪৮:২৮
রিজার্ভ চুরি ধামাচাপা দিতে দায়সারা মামলা : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সরকার একেবারে দায়সারাভাবে মামলা দায়ের করেছিল। দায়িত্বহীনতার কারণেই মার্কিন আদালতের এখতিয়ার বর্হিভূত ওই মামলা দায়ের করা হয়।

শনিবার (১৬ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রমাণিত যে, সরকারের কোনো মহল এ অপরাধের সঙ্গে জড়িত।

অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে এনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান ফখরুল।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত প্রতিবেদনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে কি না, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, সেটা তো নির্ভর করবে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কি হবে না, সেটার ওপর।

বিএনপি আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালন করবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর