thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লেনদেনের শীর্ষে উঠেছে বিবিধ খাত

২০২২ এপ্রিল ১৭ ০০:২২:৪৬
লেনদেনের শীর্ষে উঠেছে বিবিধ খাত

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাত।

ডিএসইতে খাতভিত্তিক মোট লেনদেনের মধ্যে ১২ দশমিক ৬০ শতাংশ ছিলো বিবিধ খাতের। আর ১১ দশমিক ৫০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে আছে প্রকৌশল খাত । এছাড়া ১০ দশমিক ৯০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে আর্থিক খাত।

ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যান্য খাতগুলোর মধ্যে ওষুধ ও রসায়ন খাতে ৯ দশমিক ৮০ শতাংশ, টেক্সটাইল খাতে ৮ দশমিক ৭০ শতাংশ, ব্যাংক খাতে ৬ দশমিক ৬০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৫ দশমিক ৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫দশমিক ২০ শতাংশ, পেপার খাতে ৫দশমিক ১০ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, সিমেন্ট খাতে ৩ দশমিক ৬০ শতাংশ, ট্যানারি খাতে ৩ শতাংশ, জীবন বিমা খাতে ২ শতাংশ, ভ্রমণ খাতে ১ দশমিক ৭০ শতাংশ, টেলিকম খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সেবা খাতে ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৯০ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭০ শতাংশ এবং পাট খাতে দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ টিআইএম/১৬ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর