thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

যে কারণে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছে আলিয়ার মেহেদির লেহেঙ্গা

২০২২ এপ্রিল ১৭ ১৯:৫৭:১৪
যে কারণে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছে আলিয়ার মেহেদির লেহেঙ্গা

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা আলিয়া রণবীরের জীবনের উত্থান-পতনে দুজনেই অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও অবশেষে তারাই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন।

বাঙালি ফ্যাশন ডিজাইনার সাব্যসাচীর পোশাকে বর-বধূ সেজেছিলেন আলিয়া রণবীর। সাদা রঙের শেরওয়ানি এবং লেহেঙ্গায় একেবারে সাধারণ সাজে অসাধারণ লাগছে তাদের

বাঙালি ফ্যাশন ডিজাইনার সাব্যসাচীর পোশাকে বর-বধূ সেজেছিলেন আলিয়া রণবীর। সাদা রঙের শেরওয়ানি এবং লেহেঙ্গায় একেবারে সাধারণ সাজে অসাধারণ লাগছে তাদের

আলিয়ার ছোটবেলার ক্রাশ রণবীর হলেও তারা প্রেমের সম্পর্কে জড়ান বছর পাঁচেক আগে। যার পরিণতি পায় ১৪ এপ্রিল (বৃহস্পতিবার)। এর মাধ্যমে বলিউড ইনডাস্ট্রি পেল সফল আরো একটি নতুন তারকা দম্পতি।

বিয়েতে সব্যসাচীর পোশাকে নিজেকে সাজালেও নিজের মেহেদি অনুষ্ঠানের জন্য নিজেকে সাজাতে বেছে নিয়েছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি লেহেঙ্গাকে। আর সেটাই ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছে।

কারণ আলিয়ার মেহেদি অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি মনীষ মালহোত্রার এ লেহেঙ্গা কিন্তু যে সে লেহেঙ্গা নয়। গোলাপি রঙের ওই লেহেঙ্গার বিশেষত্ব হলো লেহেঙ্গার পুরোটা জুরেই ছিল হাতের কাজ।

এই বিশেষ লেহেঙ্গা তৈরি করতে হস্তশিল্পে ব্যয় হয়েছে ৩ হাজার ঘণ্টা। নিজের বিশেষ দিনের পোশাকে সেলিব্রেটিদের হস্তশিল্পের ওপর গুরুত্ব এর আগেও বিশ্ববাসী দেখেছে।

এক্ষেত্রে ব্রিটেনের প্রিন্স উইলিয়াম আর কেটের বিয়ের অনুষ্ঠানে বিয়ের গাউনের কথা না বললেই নয়। বিয়ের আসরে সাদা গাউনে সুক্ষ্ম হাতের কাজে যেমন কেট দ্যুতি ছড়িয়েছিলেন, আলিয়াও সুক্ষ্ম হাতের কাজের গোলাপি লেহেঙ্গায় ঝলমল করেছিলেন আশপাশ।

গোলাপি রঙের ওই লেহেঙ্গায় ১৮০টি রঙিন টেক্সটাইল প্যাচ রয়েছে। সত্যিকারের সোনার জরি এবং অ্যাপ্লিকে ভরা এই হাতে বোনা সিল্কে রয়েছে বেনারসি ব্রোকেড, জ্যাকোয়ার্ড, বাঁধানি, কাছা রেশম নট এবং কনের আগের পোশাকের কিছু স্ক্র্যাপ। লেহেঙ্গার নকশা দেখলে মনে হয় পুরো পোশাকজুড়ে স্বপ্ন আঁকা, এ যেন আরেক নকশি কাঁথা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর