thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

পুঁজিবাজারে হাহাকার

২০২২ এপ্রিল ১৮ ১৮:৫৮:৫৮
পুঁজিবাজারে হাহাকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: এক দু:সময় পার করছে দেশের পুঁজিবাজার। গত দেড় সপ্তাহ ধরেপ্রতিদিনই সূচক কমছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার(১৮ এপ্রিল)৭২ পয়েন্ট কমে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬৪৮২ পয়েন্টে। পাশাপাশি কমেছে ডিএসই অন্য দুই সূচকও। ডিএসই শরীয়া সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক২৫ পয়েন্ট কমে ২৪০৯ পয়েন্টে রয়েছে।

এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে দাম কমেছে ৩৪৭ টি কোম্পানিরই। অন্যদিকে দাম বেড়েছে মাত্র ১৪ টি কোম্পানির। আগের দিনের দাম ধরে রাখতে পেরেছে মাত্র ১৯ টি কোম্পানি। ২০১০ সালের মহাধসের পর এমন ভয়ানক অবস্থা কখনোই হয়নি। গত বছর ৪ এপ্রিল লকডাউনে লেনদেন বন্ধ হবার আতংকে সূচক ১৮২ পয়েন্ট কমার দিনও এত বেশি কোম্পানি দাম হারায়নি। সেদিন পড়েছিল ২৫১টি কোম্পানির দাম। আজ (১৮ এপ্রিল) সকাল ১০টায় লেনদেন শুরু হতে না হতেই বাজার নিম্নমুখী হতে থাকে। বেলা যত বাড়ে সূচক ততই কমতেই থাকে। লেনদেন শেষ হবার ১৫ মিনিট আগে সূচক ৮৩ পয়েন্ট কমে। শেষ ১৫ মিনিটে সেখান থেকে কিছুটা বৃদ্ধি পায় সূচক। শেষ হয় আগের দিনের এয়ে ৭২ পয়েন্ট কমে। দরপতনের সর্বোচ্চ ২ শতাংশ সার্কিট ব্রেকার বেঁধে দেয়ার পর এটিই পুঁজিবাজারের সর্বোচ্চ পতনের দিন।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকা। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছিল। সেই হিসাবে প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে ডিএসইর লেনদেন।



(দ্য রিপোর্ট/টিআইএম/১৮ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর