thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিওতে প্রেরণ স্টার অ্যাাডহেসিভের শেয়ার

২০২২ এপ্রিল ১৮ ১৯:০৫:১৫
বিওতে প্রেরণ স্টার অ্যাাডহেসিভের শেয়ার

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে এসএমই খাতে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া স্টার অ্যাডহেসিভ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) শেয়ার প্রেরণের ব্যাপারটি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজন্যাস ডেভোল্যাপমেন্ট মোহাম্মদ শিব্বির হোসেন।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১২তম সভায় কিউআইও অনুমোদন দেয়।কোম্পানির কিউআইও’তে আবেদন গত ২৭ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ শেষ হয়। মার্কেট থেকে উত্তোলিত অর্থ কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করা হবে জানান হয়েছিল।

পারটেক্স স্টার গ্রুপের এই কোম্পানিটি্র ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিলো ৬.০৫ টাকা এবং নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১২.৫৬ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। (দ্য রিপোর্ট/ টিআইএম/১৮ এপ্রিল,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর