thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

এবার পদত্যাগ করছেন ডিপজল

২০২২ এপ্রিল ২০ ০৭:৩০:৫৩
এবার পদত্যাগ করছেন ডিপজল

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

মূলত প্রযোজক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ম মেনে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন। আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।

এর আগে শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদ খান প্যানেলের রোজিনাও পদত্যাগ করেন।

ডিপজল জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পদ হারাবেন। তাই পদত্যাগ করছেন তিনি।

প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে মনোনয়নপত্রও জমা দিয়েছেন এ অভিনেতা।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর