thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

নান্দাইলে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২ নারী কর্মী নিহত

২০২২ এপ্রিল ২০ ১৫:৪৭:৫৪
নান্দাইলে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২ নারী কর্মী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে কারখানায় আতশবাজি তৈরির সময় বিস্ফোরণে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, নিহত দুই নারী কর্মী ভোরে ওই আতশবাজির কারখানায় গিয়ে পটকা বানাচ্ছিলেন। আতশবাজি পটকা তৈরির সময় কেমিক্যাল সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর