thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

একসঙ্গে তিন সন্তানের মা হলেন সামসুন্নাহার

২০২২ এপ্রিল ২১ ০৮:৩৯:৩৩
একসঙ্গে তিন সন্তানের মা হলেন সামসুন্নাহার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বরগুনায় একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিলেন এক মা। আজ বুধবার সকালে বরগুনা সদরের উপকণ্ঠে কুয়েত প্রবাসী হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই তিন নবজাতক প্রসব করেন ওই নারী। নবজাতকদের মা সামসুন্নাহার বেগম (২৪) পটুয়াখালীর বাঁধঘাট এলাকার নিজামউদ্দিনের স্ত্রী। তিনি বরগুনার ইটবাড়িয়া গ্রামে বাবার বাড়িতে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, স্বামী নিজামের সঙ্গে ঢাকায় থাকতেন সামসুন্নাহার। অন্তঃসত্ত্বা হওয়ার পর মাসখানেক আগে বাবার বাড়িতে আসেন তিনি। এরপর গতকাল ভোর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কুয়েত প্রবাসী হাসপাতালে ভর্তি করান। সেখানে গাইনি চিকিৎসক সাফিয়া পারভীনের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। এরপর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্বাভাবিক প্রসবে এক ছেলে ও দুই মেয়ের জন্ম দেন।

সামসুন্নাহারের ভাই আহাদুল ইসলাম বলেন, ‘একসঙ্গে আমি এক ভাগ্নে ও দুই ভাগ্নির মামা হয়েছি। আমাদের পরিবারের সবাই এতে খুশি। বোনের তিন নবজাতক জন্মের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বহু লোকজন দেখতে আসছে, ছবি তুলছে। আমার বোন এবং ভাগ্নে-ভাগ্নিরা সুস্থ আছে।’

এ বিষয়ে গাইনি চিকিৎসক সাফিয়া পারভীন বলেন, ‘প্রথমে আলট্রাসনোগ্রামের মাধ্যমে যমজ বাচ্চার কথা রোগীদের জানাই। কিন্তু জন্মের পর দেখি তিন নবজাতক। সিজার ছাড়াই নরমালে নবজাতক প্রসব করাতে সক্ষম হয়েছি আমরা। মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ আছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২১ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর