thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কর্নাটকে হিজাব পরায় পরীক্ষা দিতে দেওয়া হলো না দুই ছাত্রীকে

২০২২ এপ্রিল ২২ ১৫:৪৬:২৯
কর্নাটকে হিজাব পরায় পরীক্ষা দিতে দেওয়া হলো না দুই ছাত্রীকে

দ্য রিপোর্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরে ভারতে হিজাব বিতর্ক চলছে। এর মধ্যেই ঘটছে নিত্য নতুন ঘটনা। এবার হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ায় পরীক্ষাই দিতে পারলেন না দুই শিক্ষার্থী। হলেই ঢুকতে দেওয়া হয়নি তাদের।

শুক্রবার (২২ এপ্রিল) কর্ণাটক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার আগেই রাজ্যটির শিক্ষামন্ত্রী বি সি নাগেশ জানিয়ে দিয়েছিলেন, কোনো পরীক্ষার্থী হিজাব পরে এলে তাকে হলে ঢুকতে দেওয়া হবে না।

আলেয়া আসাদি ও রেশাম নামে দুই ছাত্রী শুক্রবার সকালে বোর্ড পরীক্ষা দিতে ওই কেন্দ্রে যান। তাদের বলা হয়, সরকারি নির্দেশ অনুসারে হিজাব পরে কলেজে প্রবেশ করা যাবে না।

তারা কলেজের অধ্যক্ষকে ৪৫ মিনিট ধরে অনুনয়-বিনয় করেও পরীক্ষা হলে প্রবেশের অনুমতি পাননি। পরে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যান।

কর্ণাটক সরকার গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশনা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে। তারপর থেকেই ওই রাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলো রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। টানা প্রতিবাদের জেরে বেশ কয়েকদিন স্কুল-কলেজ বন্ধও রাখতে হয় কর্ণাটক সরকারকে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর