thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আওয়ামী লীগের তিন নেতাকে মারধর করলেন বদি, ভাইরাল ভিডিও

২০২২ এপ্রিল ২৩ ২১:১৭:২২
আওয়ামী লীগের তিন নেতাকে মারধর করলেন বদি, ভাইরাল ভিডিও

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে দলীয় বর্ধিত সভায় বক্তব্যের বিরোধিতা করায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতিসহ দুই নেতাকে মারধর করেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি ও তার ভাই। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা হল রুমে টেকনাফ ওই সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে একজনকে কিলঘুষি ও লাথি মারছেন। সেখানে আবদুর রহমানকেও দেখা গেছে।

মারধরের শিকার তিনজন হলেন- টেকনাফ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইউছুফ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক। তাদের অভিযোগ, বর্ধিত সভায় আবদুর রহমানের একটি বক্তব্যের বিরোধিতা করলে খেপে গিয়ে মঞ্চ থেকে নেমে তাদের মারধর করেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফকে (মনো) রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক।

হামলার শিকার মো. ইউছুফ (মনো) বলেন, বর্ধিত সভা চলাকালে সাবেক এমপি বদি পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। আমি বদির বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে হল রুমের বাইরে অপেক্ষমান তার লোকদের ডেকে আবার দ্রুত হলে ঢুকে নিজের নেতৃত্বে আমাকে কিল-ঘুষি মেরে মেঝেতে ফেলে লাথি দিতে থাকেন। এসময় আমাকে বাঁচাতে এগিয়ে এলে যুগ্ম সম্পাদক ইউছুফ ভুট্টোও বদি ও তার লোকের হাতে মারধরের শিকার হন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আবদুর রহমান বদি। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মঞ্চে ছিলাম। মোহাম্মদ ইউছুফ মনোর সঙ্গে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হলেও পরে সবকিছু ঠিক হয়ে যায়। হাতাহাতি ও লাথালাথির ঘটনাটি দেখে আমি মঞ্চ থেকে নেমে এসে বাধা দিয়েছি। এখন আমার নামেই দুর্নাম ছড়ানো হচ্ছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর