thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

২০১৪ মার্চ ২৭ ১৯:২৩:২১
চট্টগ্রামে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের আন্দরকিল্লায় বকেয়া বেতন-ভাতার দাবিতে নজির আহমদ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে কয়েক'শ নারী শ্রমিক রাস্তা অবরোধ করে এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজির আহমদ সড়কের আইন কলেজের পাশে ও সোনালী ব্যাংকের সামনে ইলিয়াছের মালিকানাধীন মাসুদা গার্মেন্টস এর কয়েক’শ শ্রমিক কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সোয়া ৫টায় পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল ফের শুরু হয়।

কোতোয়ালি থানার এএসআই এনামুল হক জানান, ৩ মাসের বকেয়া বেতনের জন্য গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দিয়েছি।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/আরকে/মার্চ ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর