thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০২২ এপ্রিল ২৮ ০৯:২৩:০৩
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে এক নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল আলম ফকির ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানাধীন ছয়দানা হাজীরপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার ওই কিশোরী নিজেই বাদী হয়ে নান্দাইল থানায় মামলা করে। ভুক্তভোগী কিশোরী নারী ফুটবলার ও অনূর্ধ্ব-১৭ বিভাগীয় দলের সদস্য বলে জানা গেছে।

গ্রেপ্তার ফয়সাল নান্দাইল পৌরসভার পাঁচপাড়া মহল্লার মো. লাল মিয়া ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ফয়সাল। ২২ এপ্রিল তাকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ কথা কাউকে জানালে ওই কিশোরীকে হত্যারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ আছে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ ছাত্রলীগ নেতা ফয়সালের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর