thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

শনিবার সকালে আজাদ মসজিদে আবুল মুহিতের প্রথম জানাজা

২০২২ এপ্রিল ৩০ ০৭:২৮:২৮
শনিবার সকালে আজাদ মসজিদে আবুল মুহিতের প্রথম জানাজা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের পারিবারিক সূত্রে একথা জানা গেছে।

পরিবার জানায়, আজাদ মসজিদে জানাজা শেষে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ জাতীয় সংসদ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১১টায় দ্বিতীয় জানাজা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টার দিকে মরহুমের মরদেহ জাতীয় শহিদ মিনারে রাখা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চিকসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ এপ্রিল, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর