thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শাহরুখের

২০২২ মে ০৪ ১১:৫০:১৭
ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শাহরুখের

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান তার ভক্তদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (৩ মে) তার বিলাসবহুল বাড়ি মান্নাতের সামনে জড়ো হন হাজার হাজার ভক্ত। এ সময় বাড়ির ছাদ থেকে সামনে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলিউড বাদশা।

ফেসবুকে সেই ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘ঈদে আপনাদের সঙ্গে সাক্ষাৎ অনেক আনন্দের। আপনাদের উপর আল্লাহর ভালোবাসা-আশীর্বাদ বর্ষিত হোক এবং আপনাদের ভবিষ্যৎ হোক অতীতের চেয়ে সুন্দর। ঈদ মোবারক।’

মঙ্গলবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশগুলো ছাড়াও বিশ্বের অনেক দেশেই মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিন সকালে এ সব দেশের মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করছেন।

সারাবিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতারা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর