thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

২০২২ মে ০৫ ০৯:৪০:১৪
যুদ্ধের মধ্যেই ইউক্রেনে সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

দ্য রিপোর্ট ডেস্ক: যুদ্ধকবলিত ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩ মে) রাতে স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে রিভনে এলাকায় এই দুর্ঘটনা।

এক টেলিগ্রাম পোস্টে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘এই দুর্ঘটনায় মোট ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জন যাত্রী ও দুজন চালক। আরো ১২ জন আহত, যাদের মধ্যে ১১ জন বাসের যাত্রী, আরেকজন জ্বালানিবাহী ট্রাকের ড্রাইভার। দুর্ঘটনার শিকারদের বয়স ১৭-৬৯ বছর।’

মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, বাসটি ৩৪ জন যাত্রী নিয়ে পোল্যান্ডের দিকে যাচ্ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর