thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গোপনে বিয়ে করে সংসার করছেন শবনম ফারিয়া!

২০২২ মে ০৬ ১৯:০৭:৫১
গোপনে বিয়ে করে সংসার করছেন শবনম ফারিয়া!

দ্য রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

গত বছরের ডিসেম্বর মাসে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছিল, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি বেশ কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে এসেছেন। পরে সেই গুঞ্জনেরই সত্যতা মিলে তার সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে ঢুঁ মেরে।

এ বছরের ভালোবাসা দিবসেও বেশ কিছু ছবিসহ প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে ভিডিও দিয়েছিলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই শর্টভিডিওতে দেখা গিয়েছিল, সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে-অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক। অবশ্য দু’জন সমুদ্রের দিকে তাকানো বিধায় প্রেমিকের চেহারা বোঝা যায়নি।

যদিও তখন প্রেমের বিষয়ে স্বীকার করেননি। এরপর মাস খানেক আগে বিয়ের গুঞ্জন উঠে আবারও বিয়ে করেছেন শবনম ফারিয়া। তবে নিজ মুখে স্বীকার না করায় বিয়ের ব্যাপারটি গোপন থেকে যায়। কিন্তু মিডিয়ার পাড়ায় রটে যায় শবনম ফারিয়া বিয়ে করেছেন। তবে বরের ছবি কিংবা কোন তথ্যই ফারিয়ার কাছ থেকে পাওয়া যাচ্ছিল না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ঘেটেও ছবি মেলেনি এতদিন ধরে।

কিন্তু সূত্র থেকে জানা যায়, একান্ত গোপনে, পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়ছে শবনম ফারিয়ার। এরপর থেকে চুপিসারে সংসার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

অবশেষে শবনম ফারিয়ার নতুন স্বামীর ছবি পাওয়া গেল। তিনি নিজেই পারিবারিক আয়োজনে তোলা সেই ছবি শেয়ার করেছেন। ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই এক হয়েছেন। সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারিয়ার স্বামীও।

বেশ কয়েকটি ছবি শেয়ার করলেও ফারিয়া তার স্বামীর নাম উল্লেখ করেননি। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টা হয়ত একান্ত নিজের করেই রাখতে চাইছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর