thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘কেজিএফ’ অভিনেতা মোহন মারা গেছেন

২০২২ মে ০৭ ১৫:২৬:০৩
‘কেজিএফ’ অভিনেতা মোহন মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক: ‘কেজিএফ’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা মোহন জুনেজা মারা গেছেন।

শনিবার (৭ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একাধিক ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, মোহন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।

মোহন জুনেজা কন্নড় সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। পার্শ্বচরিত্রে তিনি শতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে তিনি বেশি পরিচিতি পেয়েছেন ‘কেজিএফ’ সিনেমায় কাজ করে।

এদিকে মোহন জুনেজার মৃত্যুতে ‘কেজিএফ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর