thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

কফি উইথ করণের নতুন সিজনে যারা থাকছেন

২০২২ মে ০৭ ২০:০৩:২১
কফি উইথ করণের নতুন সিজনে যারা থাকছেন

দ্য রিপোর্ট ডেস্ক: চলতি সপ্তাহের শুরুর দিকে কফি উইথ করণের সমাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের মেলো ড্রামা করেন নির্মাতা, প্রযোজক ও সঞ্চালক করণ জোহর। ইনস্টাগ্রাম এক বিবৃতিতে করণ জানান, জনপ্রিয় এই টক শো এর নতুন সিজন আর দেখা যাবে না। ড্রামা কিং করণ লিখেন, ‘হ্যালো, কফি উইথ করণ আমার জীবনের একটা অংশ এবং আপনাদেরও। ছয়টা সিজন ধরে এটি আমাদের অংশ হয়ে ছিল। আমার মনে হয় আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, এমনকি পপ কালচারের ইতিহাসে একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে। খুব ভারাক্রান্ত মনেই জানাচ্ছি, কফি উইথ করণ আর ফিরবে না।’

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, প্রথম বিবৃতির পরপরই দ্বিতীয় বিবৃতিতে করণ জানান, টক শোটির নতুন সিজন ডিজনি হটস্টারে প্রচারিত হবে! ইনস্টাগ্রামে করণ লিখেছেন, ‘কফি উইথ করণ ফিরে আসবে না টিভিতে। কারণ প্রতিটি দুর্দান্ত গল্পের একটি ভালো টুইস্টের প্রয়োজন। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কফি উইথ করণের সিজন ৭ এখন থেকে ডিজনি হটস্টারে প্রচারিত হবে।’

এবার শুধু বলিউড নয়, কফি উইথ করণে অতিথি হিসেবে আলো ছড়াবেন দক্ষিণী তারকারাও। জানা গেছে ‘পুষ্পা’ খ্যাত তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অতিথি হিসেবে করণের জনপ্রিয় এই টক শো’তে।

আল্লু অর্জুন বর্তমানে ‘পুষ্পা’-এর সিক্যুয়াল ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর রাশমিকার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এ ছাড়া ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন রাশমিকা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর