thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ছেলের প্রথম ছবি শেয়ার করলেন কাজল

২০২২ মে ০৮ ১৮:৩৪:৪৮
ছেলের প্রথম ছবি শেয়ার করলেন কাজল

দ্য রিপোর্ট ডেস্ক: মাদার্স ডে-র দিনই ছেলের প্রথম ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। গত ১৯ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কাজল এবং তাঁর স্বামী গৌতম কিচলুর কোল আলো করে এসেছে পরিবারের নতুন সদস্য। আদর করে ছেলের নাম রেখেছেন নীল।

এখনও একমাস হয়নি নীলের। তাই তো মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে সে। যদিও ছেলের মুখ দেখালেন না নতুন মা! ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘আমি তোমাকে বলতে চাই তুমি আমার কাছে কতটা স্পেশ্যাল। যেই মুহূর্তে আমি তোমায় প্রথম কোলে নিয়েছিলাম, তোমার ছোট্ট হাত আমার হাতে নিয়েছিল, তোমার উষ্ণ প্রশ্বাস পেয়েছিলাম, তোমার সুন্দর চোখদুটো দেখেছিলাম, আমি বুঝেছিলাম গোটা জীবনের জন্য ভালোবেসে ফেললাম। তুমি আমার প্রথম সন্তান। আমার প্রথম ছেলে। আমার অনেক কিছুর প্রথম। সামনের দিনগুলোয় হয়তো আমি তোমায় অনেককিছু শেখাব। তবে ইতিমধ্যেই আমি তোমার থেকে অগুণিতি জিনিস শিখে ফেলেছি। তুমি আমাকে শিখিয়েছ ভালো মা হতে কী কী লাগে! তুমি আমাকে নিঃস্বার্থ হতে শিখিয়েছ। খাঁটি ভালোবাসার অর্থ বুঝিয়েছ। শিখিয়েছ তোমার একটুকরো হৃদয় কীভাবে শরীরের বাইরে থাকতে পারে।’

কাজল আরও লেখেন, ‘…তুমিই আমার সূর্য, তুমিই চাঁদ, আর আমার সব তারা ছোট্ট সোনা। এটা কোনওদিন ভুলে যেও না।’

২০২০ সালের ৩০ অক্টোবের একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন কাজল আর গৌতম। বলিউডে হাতে গোনা সিনেমায় কাজ করলেও দক্ষিণের চেনা মুখ তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর