thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

২০২২ মে ০৮ ১৮:৩৯:২৫
হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

দ্য রিপোর্ট ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমানকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, তার পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কয়েক সপ্তাহ পর পরীক্ষার জন্য লোহিত সাগরের শহর জেদ্দাহতে একটি হাসপাতালে ভর্তি করা হলো।

আজ রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হাসপাতালে ভর্তির কথা জানিয়েছে। তবে বাদশাহ সালমানের অবস্থা বা কোনো ধরনের পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানায়নি।

এসপিএ জানায়, ৮৬ বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সল স্পেশিয়ালিস্ট হসপিটালে ভর্তি করা হয়েছে।

রাজ প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহ দুটি পবিত্র মসজিদের জিম্মাদারের হোন এবং তিনি যেন স্বাস্থ্য ও সুস্থতা উপভোগ করতে পারেন।

এর আগে এই বছরের শুরুতে এসপিএ জানিয়েছিল, বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পেসমেকারের ব্যাটারি পাল্টানোর জন্য। ২০২০ সালে এক অস্ত্রপচারের মাধ্যমে তার গলব্ল্যাডার অপসারণ করা হয়েছিল।

২০১৫ সালে ক্ষমতায় আরোহন করে বাদশাহ সালমান। দায়িত্ব পাওয়ার পরই তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের উত্তরসূরী হিসেবে ঘোষণা করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর