thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যখন দরকার হয় সাকিবকে পাই না : পাপন

২০২২ মে ১১ ১৮:১৯:৪৭
যখন দরকার হয় সাকিবকে পাই না : পাপন

দ্য রিপোর্ট ডেস্ক: কয়েক দিন আগেই নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব আল হাসানকে নিয়ে তারা অনিশ্চয়তায় ভোগেন। এর রেশ না কাটতেই বাঁহাতি অলরাউন্ডার করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে গেলেন। এবার নাজমুল হাসান বলেন, ‘আমাদের কপাল খারাপ, তাকে যখন দরকার হয় পাই না।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হন সাকিব। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। ১৪ তারিখ পর্যন্ত থাকতে হবে আইসোলেশনে। ছিটকে গেছেন প্রথম টেস্টের দল থেকেই।

বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এ সময় সাকিবের ছিটকে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা। কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’

সাকিব এখন সুস্থ আছেন বলে জানিয়ে নাজমুল হাসান আরও বলেন, ‘কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার টেস্ট করব। আমাদের প্রটোকল আছে সেটা অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা।’

সাকিব না থাকলে টিম কম্বিনেশন সাজানো কঠিন হয় ম্যানেজমেন্টের জন্য। যদিও তাকে নিয়মিত টেস্টে পাওয়া যাচ্ছে না। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেন সবশেষ টেস্ট। এরপর নিউ জিল্যান্ডে যাননি পারিবারিক কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় দেশে ফেরেন। আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন বলে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছিলেন। কিন্তু করোনা তা হতে দিলো না। তাই তো বিসিবি সভাপতি বলতে বাধ্য হলেন কপাল খারাপ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর