thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

করোনা নেগেটিভ সাকিব, যোগ দিচ্ছেন দলে

২০২২ মে ১৩ ১১:১১:৫৭
করোনা নেগেটিভ সাকিব, যোগ দিচ্ছেন দলে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। নতুন করে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

তিন দিন আগে কভিড-১৯ পজিটিভ হন দেশসেরা এই অলরাউন্ডার।

জানা গেছে, সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এরপর হবে তার ফিটনেস টেস্ট। সেখানে উত্তীর্ণ হলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন, প্রথম টেস্টে সাকিবকে খেলানো হবে কিনা।

ছুটি কাটিয়ে গত ১০ মে সকালেই দেশে ফিরেন সাকিব। কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। সেখানেই পজিটিভ ফল আসে অলরাউন্ডারের।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেদিন বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চিয়তায় পড়ে।

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এরমধ্যেই বন্দর নগরীতে পৌঁছেছে বাংলাদেশ দল।

প্রসঙ্গত. বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফিরে আসলে খেলা হয়নি টেস্ট।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর