thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

২০২২ মে ১৩ ১৬:৩৭:৩৪
নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ মে) সকালে ভারতীয় সীমান্তবর্তী পোরশা উপজেলার দুয়ারপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন আব্দুস সামাদ ও আব্দুর নূহ। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্য কৃষক ও শ্রমিকরা তাদের মৃতদেহ উদ্ধার করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর