thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০২২ মে ১৫ ১০:৪০:১২
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

সাগরিকার এ ব্যাটিংবান্ধব উইকেটে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, তিনিও টস জিতলে আগে ব্যাটিং নিতেন। তবে এখন আগে বোলিং পাওয়ায় প্রথম ঘণ্টায় থাকা উইকেটের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার লক্ষ্য পঞ্চম দিনে বাংলাদেশকে চেপে ধরা।

সাগরিকার এই মাঠে ২ দলের মধ্যকার শেষ ২ ম্যাচেই দেখা গেছে রানবন্যা। ২০১৮ সালে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ৫১৩ রান করে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেট গড়ে ৭১৩ রানের পাহাড়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩০৭ রান করলে ম্যাচটি ড্র হয়।

এর আগে ২০১৪ সালে দুই দল মুখোমুখি হয়েও রানের বন্যা বইয়েছিল। প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছিল লঙ্কানরা, বাংলাদেশ থামে ৪২৬ রানে। সফরকারীরা এরপর ৪ উইকেটে ৩০৫ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ ৩ উইকেটে ২৭১ রান করলে নিষ্ফলা ড্র দিয়েই শেষ হয় ম্যাচ।

এ দুই ম্যাচের প্রথমটিতে টুইন টন তথা জোড়া সেঞ্চুরি হাঁকান কুমারা সাঙ্গাকারা। প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ৩১৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। আর দ্বিতীয়টিতে টুইন টন আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তিনি প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হন ১০৫ রান করে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর