thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

এমপি নুসরাতের সন্ধান চেয়ে ‘প্রতারিত জনগণের’ পোস্টার

২০২২ মে ১৭ ১৫:৪২:৩৪
এমপি নুসরাতের সন্ধান চেয়ে ‘প্রতারিত জনগণের’ পোস্টার

দ্য রিপোর্ট ডেস্ক: দেয়ালে সাঁটানো তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের পোস্টার। একজন রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন জায়গায় তার পোস্টার সাঁটানো থাকতেই পারে! কিন্তু পোস্টারের লেখাগুলো আলাদাভাবে নজর কেড়েছে। কারণ তাতে লেখা রয়েছে—‘নিখোঁজ সংবাদ। বসির হাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ। সন্ধান চাই। প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ।’ আবার কোনো পোস্টারের প্রচারের জায়গায় লেখা রয়েছে ‘প্রতারিত জনগণ’।

অন্তর্জালে বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে এমন দৃশ্য দেখা যায়। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় নুসরাত জাহানের নামে এসব পোস্টার ছাপিয়েছে। রোববার (১৫ মে) রাতের অন্ধকারেই এ পোস্টার লাগানো হয়েছে।

স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, ‘সাংসদ নুসরাত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন।’ এ প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী বলেন, ‘শুনেছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। যাক সেই পোস্টারগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি।’

এদিকে সুযোগ পেয়ে বিজেপি বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। পোস্টার প্রসঙ্গে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, ‘সাংসদ টিকটক আর সিনেমার পর্দায় রয়েছেন। তিনি অন্তরাল থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন। আসলে তৃণমূলে তার অস্তিত্ব হারিয়ে গেছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর