thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লিটন-মুশফিকের রেকর্ডে বাংলাদেশের দিন

২০২২ মে ২৩ ১৯:৪৩:২৯
লিটন-মুশফিকের রেকর্ডে বাংলাদেশের দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। সেই অবস্থা থেকে দায়িত্বশীল জুটি গড়ে দলকে খেলায় ফেরান লিটন-মুশফিক।

২৪ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিক-লিটন জুটি গড়েন ২৫৩ রানের। টেস্ট ইতিহাসে কোনো দল ২৫ কিংবা এর কম রানে ৫ উইকেট হারানোর পর সেরা জুটি এটি। এই জুটির মাধ্যমে ভেঙেছেন ৬৩ বছর আগের রেকর্ড।

এর আগের সেরা ছিল শতরানের নিচে, ৮৬! ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হারানোর পর ৮৬ রান যোগ করেছিলেন এই দুজন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিনের। সেটিও হয়েছিল ঢাকার মাটিতেই।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চেনা মাঠে সকালে ব্যাটিং নেমে কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়ে যান টাইগাররা।

বাংলাদেশ শিবিরে ধস নামান লংকান দুই মিডিয়াম ফাস্ট বোলার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। তাদের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন-মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।

৬.৫ ওভারে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

সাকিব-তামিম-মুমিনুলদের অসহায় আত্মসমর্পণে অনুমেয় ছিল অল্প রানেই অলআউট হচ্ছে বাংলাদেশ। এমন চরম ব্যাটিং বিপর্যয়ের পরও যে দলের হাল ধরা যায়, তা দেখিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

জাতীয় দলের এই দুই তারকা ব্যাটসম্যানের বাড়তি দায়িত্বশীলতার কারণেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ম্যাচে ফিরতে সক্ষম হয় বাংলাদেশ।

২৪ রান ৫ উইকেটে হারানো বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিক-লিটন। ষষ্ঠ উইকেটে প্রায় পুরো দিন ব্যাটিং করে ২৫৩* রানের অবিচ্ছিন্ন জুটির রেকর্ড গড়ে দিনের খেলা শেষ করেছেন তারা।

মুশফিক-লিটনের কল্যাণে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৭ রান। লিটন ক্যারিয়ার সেরা ১৩৫* আর মুশফিক ১১৫* রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভার ২৭৭/৫ রান (লিটন ১৩৫*, মুশফিক ১১৫*, মুমিনুল হক ৯, নাজমুল হোসেন শান্ত ৮, সাকিব ০, তামিম ০, মাহমুদুল হাসান ০; কাসুন রাজিথা ৩/৪৩, আসিথা ফার্নান্দো ২/৮০)।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর