thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৬ মে 25, ২২ বৈশাখ ১৪৩২,  ৮ জিলকদ  1446

কানের সেরা ছবি ‘দ্য ট্রায়াঙ্গল অব স্যাডনেস’

২০২২ মে ২৯ ১৬:৪৫:০৭
কানের সেরা ছবি ‘দ্য ট্রায়াঙ্গল অব স্যাডনেস’

দ্য রিপোর্ট ডেস্ক: কানের সেরা ছবি নির্বাচিত হয়েছে রুবেন ওস্তলান্দের ‘দ্য ট্রায়াঙ্গল অব স্যাডনেস’। সুইডিশ পরিচালক রুবেনের হাতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো উঠল স্বর্ণপাম (পাম ডি'অর)। প্রথমবার পেয়েছিলেন ২০১৭-তে, ‘দ্য স্কয়ার’ ছবির জন্য। খবর রয়টার্সের। শনিবার রাতে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবির পুরস্কার ঘোষণা করা হয়।

কানে এ বছর জুরি পুরস্কার পেয়েছে সায়েম সাদিকের ‘জয়ল্যান্ড’। আঁ সার্তে রিগার্ড পুরস্কার পেয়েছে ‘লেস পাইরেস’ (দ্য ওর্স্ট ওয়ান্স)। ‘মেত্রোনোম’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেক্সান্দ্রু বেল্ক।

সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে মাহা হজের ‘মেডিটেরানিয়ান ফেভার’। সেরা পারফর্মেন্সের পুরস্কার পেয়েছে যৌথভাবে ভিকি ক্রিয়েপ্স (করসেজ) ও অ্যাডাম ভেসা (হার্কা)।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর