thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১,  ২৫ রবিউল আউয়াল 1446

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৯

২০২২ জুন ০৫ ১২:৪৪:৪৫ ২০২২ জুন ০৫ ২১:৫০:০০
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৯

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।

রোববার (৫ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৮২ জন রোগী ভর্তি আছেন।’

ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় ১২ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এছাড়া ১০০ জনের বেশি লোক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ওই রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেককে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৫ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর