thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: তারকাদের শোক

২০২২ জুন ০৬ ০৯:৪৯:৫৩
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: তারকাদের শোক

দ্য রিপোর্ট ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় শোকাগ্রস্ত গোটা দেশ। সামজিক যোগাযোগমাধ্যমও ছেয়ে গেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে। এ থেকে বাদ পড়েনি তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই।

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেন, ‘সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।’ বাংলা গানের যুবরাজ আসিফ আকবর লিখেন, ‘সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দুর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।’

চিত্রনায়স সাইমন সাদিক লিখেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে, সীতাকুণ্ড। আল্লাহ মাফ করুন।’ চিত্রনায়ক আরিফিন শুভ লিখেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযোগিতা করুন। সহযোগিতা করুন।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনও আহত ব্যক্তির জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আমি পেজে পোস্ট করবো যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।’ চিত্রনায়িকা জাহারা মিতু লিখেন, ‘আগুন জ্বলছে সীতাকুণ্ডে, কিন্তু পুড়ে ছাই হচ্ছি বাংলাদেশের প্রতিটি মানুষ। আজকের দিনটি কষ্টের, অনেক বেশি কষ্টের...।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ৬ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর