thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

গেইট খুলবে ৫টায়,কনসার্ট শুরু ৭টায়

২০২২ জুন ০৯ ১৬:১৪:২১
গেইট খুলবে ৫টায়,কনসার্ট শুরু ৭টায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না ফিফা ট্রফির বাংলাদেশ ট্যুর ও কোক স্টুডিও বাংলার কনসার্ট। সব ঠিক থাকলে সন্ধ্যা ৭ টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি।

আয়োজক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে কনসার্টের প্রাথমিক পরিকল্পনা ভেস্তে গেলেও আমরা এখনও আশাবাদী। স্টেডিয়ামের মাঠে জমে থাকা পানি নিষ্কাশন শুরু হয়েছে। কনসার্টটি নিয়ে মানুষের আগ্রহ আছে। আমরাও চাই দর্শকের জন্য কনসার্টটি আয়োজন করতে।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রাথমিকভাবে সর্ব সাধারণের জন্য বিকেল ৫টায় গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ভাবে কনসার্ট শুরুর প্রাথমিক পরিকল্পনা আছে। বাকিটা আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।

চলতি বছরে দেশের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছে এটিকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।

এই কনসার্টে গাইবেন নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতা। মানে কোক স্টুডিও বাংলা থেকে ইতোমধ্যে যাদের পারফর্ম দর্শক দেখেছেন তারাও থাকবেন।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর